ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাময়িক বরখাস্ত ও শোকজ বাতিলের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
সাময়িক বরখাস্ত ও শোকজ বাতিলের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ বাকৃবি'র কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বাকৃবি (ময়মনসিংহ): উপাচার্যের কার্যালয়ে হট্টগোলের কারণে দুইজনকে সাময়িক বরখাস্ত ও ছয় জনকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করার প্রতিবাদে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবন, কোষাধ্যক্ষের কার্যালয় ও প্রকৌশল ভবন, পরিকল্পনা ও উন্নয়ন শাখাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবনে তালা দিয়ে এ বিক্ষোভ-মিছিল করা হয়।  

পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

এসময় উপাচার্যের বাসভবন সংলগ্ন সড়ক অবরোধ, প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সংযোগও বন্ধ, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের জন্য গাড়ি চলাচল বন্ধ করে রাখেন তারা।

এ বিষয়ে অফিসার পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, ‘দু’জনকে সাময়িক বরখাস্ত ও ছয় জনকে শোকজ করার প্রতিবাদে ও আমাদের আগের উল্লেখিত দাবিগুলো আদায়ের জন্য আন্দোলন করছি। দাবি আদায় না হলে আগামী রোববার (২৩ সেপ্টেম্বর) থেকে আমরা কঠোর আন্দোলনে যাবো। ’

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।