ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

অনার্স ভর্তিতে সাড়ে ৫ লাখ আবেদন, ক্লাস শুরু ১১ অক্টোবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
অনার্স ভর্তিতে সাড়ে ৫ লাখ আবেদন, ক্লাস শুরু ১১ অক্টোবর

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে (২০১৮-১৯) শিক্ষাবর্ষে অনার্স ভর্তিতে ৫ লাখ ৬২ হাজার ৬ শ’ ২৮ টি আবেদন জমা পড়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) ছিলো আবেদনের শেষদিন।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্নাস ভর্তিতে ৪ লাখ ৬৮ হাজার ৫শ’ ৪০ আসনের বিপরীতে ৫ লাখ ৬২ হাজার ৬ শ’ ২৮ টি আবেদন জমা পড়েছে।

ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ১ সেপ্টেম্বর (শনিবার) থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর (সেপ্টেম্বর) শেষ হয়।

চলতি মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এবং আগামী ১১ অক্টোবর থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
ওএইচ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।