ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
শাবিপ্রবিতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু। ছবি: বাংলানিউজ

(শাবিপ্রবি): উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 

শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সহ সিলেট শহরের ৩৫টি কেন্দ্রে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৭০৩টি আসনের বিপরীতে এবার আবেদন করেছে ৭৬ হাজার ১৭৯ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।  

এবার ইউনিট ভিত্তিক এ ইউনিটে পৃথকভাবে ২৮ হাজার ৮৪৯ জন, বি১ ইউনিটে ৪৩ হাজার ৯৪০ জন এবং বি২ ইউনিটে ৩ হাজার ৩৯০ জন আবেদন করেছে।  

ভর্তি কমিটির সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ জানান, দুপুর আড়াইটায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

এদিকে, ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রতিরোধে পরীক্ষার হলে নির্দিষ্ট ক্যালকুলেটর ছাড়া যেকোনো ডিভাইস নিষিদ্ধ করেছে প্রশাসন। জালিয়াতি প্রতিরোধে দু’টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।  

পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।