ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষার্থী হিমেলকে দাফন করা হবে নানাবাড়িতে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
রাবি শিক্ষার্থী হিমেলকে দাফন করা হবে নানাবাড়িতে

রাবি: নিজ ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেলের মরদেহ তার নানার বাড়ি নাটোরে নেওয়া হয়েছে। নাটোর সদরের কাপুড়িয়াপট্টি এলাকায় নববিধান বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে তার মরদেহ দাফন করা হবে।

হিমেলের মামা মো. মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাবি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একটি পিকআপে করে মরদেহ নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নুরসহ রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা ওই পিকআপে ছিলেন।

এছাড়াও দাফনে অংশ নেওয়ার জন্য নাটোর গেছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম টিপুসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

মামা মো. মুন্না বাংলানিউজকে বলেন, হিমেলের বাবার বাড়ির বগুড়ার শেরপুর উপজেলায়। তবে বাবা মারা যাওয়ার পর থেকে তারা নাটোরে নানা বাড়িতে থাকে। এখানে নববিধান বালিকা উচ্চবিদ্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে পাশেই দাফন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল। এসময় সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক আহত হন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

মাহবুব হাবিব হিমেল বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র এবং রাবি ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে দুটি আবাসিক হল ও একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। এর মধ্যে একটি হল নির্মাণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের সামনে। অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পাশে। শহীদ হবিবুর রহমান হলের সামনে একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। নির্মাণ কাজে ট্রাকযোগে বিভিন্ন নির্মাণ সামগ্রী আনা-নেওয়া করা হয়।

মঙ্গলবার রাতে হিমেল ও রায়হান মোটরসাইকেলযোগে ক্যাম্পাস থেকে হলে ফিরছিলেন। তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নির্মাণ সামগ্রীবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই হিমেল মারা যান। রায়হানকে আহতাবস্থায় রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ খবর ছড়িয়ে পরলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে নির্মাণ কাজে ব্যবহৃত ৫টি ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তারা প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক আগুন জ্বালিয়ে অবরোধ করেন। পরে তারা উপাচার্যের বাসভবনের ঘেরাও করে বিক্ষোভ করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।