গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে এবং আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিদেশি শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জয়বাংলা চত্বরে অর্ধশতাধিক বিদেশি শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেপালি ও সোমালিয়ার শিক্ষার্থীরা ধর্ষণ ও শিক্ষক শিক্ষার্থীদের হামলার বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসময় শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এছাড়া বিকেল সাড়ে ৪টায় মুখে কালো কাপড় ও হাত বেঁধে প্রতিবাদ জানানো হবে এবং সন্ধ্যা ৭টায় ধর্ষকদের কুশপুতুল দাহ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগানে দিতে থাকে।
জানা যায়, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ‘গণধর্ষণের’ শিকার হয় ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এর প্রতিবাদে পাঁচদিন ধরে কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।
আরও পড়ুন>
বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা
গোপালগঞ্জে ছাত্রীকে গণধর্ষণ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ-থানা ঘেরাও
গোপালগঞ্জে ছাত্রীকে ‘গণধর্ষণ’: ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনার প্রতিবাদে মশাল মিছিল
গ্রেফতার ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন
চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
ছাত্রীকে গণধর্ষণ: বশেমুরবিপ্রবিতে আলোর মিছিল
ধর্ষকদের বিচার ও শিক্ষক শিক্ষার্থীদের হামলা প্রতিবাদে বিক্ষোভ
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত
৬ ধর্ষকের প্রতীকী ফাঁসির গণ রায় কার্যকর
বশেমুরবিপ্রবির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত ৬ আসামি কারাগারে
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
আরএ