ঢাকা বিশ্ববিদ্যালয়: তিন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণকারী সাজিদ উল কবির নামে এক ভুয়া ছাত্রকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
বুধবার (২৪ আগস্ট) বিভাগের ইনকোর্স পরীক্ষায় রোল নম্বর সন্দেহ হলে তাকে চিহ্নিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, সাজিদুল কবির নামে ভুয়া ছাত্র চিহ্নিত করা হয়। তার স্বীকারোক্তিতে থানায় দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসকেবি/এএটি