ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

রোববার শুরু হচ্ছে নির্বাচনী সংলাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, সেপ্টেম্বর ২৭, ২০২৫
রোববার শুরু হচ্ছে নির্বাচনী সংলাপ রোববার শুরু হচ্ছে নির্বাচনী সংলাপ

ঢাকা: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৮ সেপ্টেম্বর) সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রথমেই ডাক পেয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

তিনি জানান, রোববার সকাল-বিকেল দু'দফায় সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টায় বৈঠক হবে সুশীল সমাজের ২০ প্রতিনিধির সঙ্গে। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ।

তিনি জানান, সংলাপ লাইভ প্রচার হবে ইসির অফিসিয়াল ফেসবুক পেইজ (https://www.facebook.com/share/1B1SJeBKUw/) এবং ইউটিউব চ্যানেলে (www.youtube.com/@BangladeshECS)।

এদিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাইযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।