ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি নিয়ে অবৈধ কারবারীদের ধরতে মনিটরিং কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
এনআইডি নিয়ে অবৈধ কারবারীদের ধরতে মনিটরিং কমিটি

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে অবৈধ কারবারীদের ধরতে মনিটরিং কমিটি গঠন করল নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৭ জুলাই) এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক মো. রশিদ মিয়ার সই করা অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন অ্যাপস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটরিং, অপরাধীদের শনাক্ত করাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে তদারকির জন্য গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হচ্ছেন- সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন। অন্য চার সদস্যদের মধ্যে রয়েছেন- আইডিইএ প্রকল্প দুইয়ের উপ-প্রকল্প পরিচালক স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম, প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন ও উপ-পরিচালক মো. রশিদ মিয়া।

কমিটির কার্য-পরিধি:

(১) সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অবৈধ কার্যক্রম মনিটরিং।

(২) অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে সুপারিশ প্রণয়ন।

(৩) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ বিষয়ে সমন্বয় সাধন।

(৪) চুক্তিবদ্ধ সব প্রতিষ্ঠানের বিষয়ে মনিটরিং ও তাদের সঙ্গে সমন্বয় সাধন।

বিভিন্ন সময় নানা পদক্ষেপ নিয়েও এনআইডি জালিয়াতি বন্ধ হচ্ছে না। তাই এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
ইইউডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।