ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে বিভিন্ন দলের বৈধ প্রার্থীর সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মেয়র পদে আওয়ামী লীগের বৈধ প্রার্থীর সংখ্যা ২৩১ জন ও বিএনপির বৈধ মেয়র প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২২৪ জনে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ইসির উপ-সচিব মো. সামসুল আলম বাংলানিউজকে জানান, মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্য থেকে বাছাই করে মোট বৈধ-অবৈধ প্রার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা নির্ধারণ হবে প্রার্থিতা প্রত্যাহারের পর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার (১৩ ডিসেম্বর)। ওইদিন রাতেই সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ও নাম জানা যাবে বলেও জানান তিনি।
ইসির প্রতিবেদনে দেখা যায়, মেয়র পদে মোট ১ হাজার ২১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এতে দলীয় প্রার্থী ছিলো ৭শ ১০ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৫০৩ জন।
এদের মধ্যে মনোনয়নপত্র বাছাইয়ের সময় বাতিল হয়েছে দলীয় ৩৯ জন ও স্বতন্ত্র ১১৮ জন প্রার্থীর। এক্ষেত্রে দলীয় বৈধ প্রার্থীর সংখ্যা ৬৭১ জন ও স্বতন্ত্র ৩৮৫ জন।
এদিকে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ একটি মাত্র পৌরসভায় প্রার্থী দিলেও সে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১৯টি দল।
বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সংখ্যা ২ জন, জাতীয় পার্টি-জেপির ৬ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৪ জন, বাংলাদেশ আওয়ামী লীগের ২৩১ জন, বিএনপির ২২৪ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৭ জন, বিকল্প ধারা বাংলাদেশের ১ জন, জাতীয় পার্টির ৮৫ জন, বাংলাদেশে তরিকত ফেডারেশনের ১ জন প্রার্থী হয়েছেন।
এছাড়া বিএনএফের ১ জন, জাসদের ২৪ জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের ১ জন, এনপিপির ১৬ জন, পিডিপির ১ জন, ইসলামী ঐক্যজোটের ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫৬ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩ জন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১ জন, খেলাফত মজলিশ ৫ জন প্রার্থী বৈধ হয়েছেন।
আর বাতিলের খাতায় রয়েছে আওয়ামী লীগের ৭ জন, বিএনপির ৯ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২ জন, জাতীয় পার্টির ৬ জন, জাসদের ২ জন, এনপিপির ৩ জন, ন্যাপের ১ জন, ইসলামী ঐক্যজোটের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, খেলাফত মজলিশের ২ জনসহ মোট ৩৯ জন।
অন্যদিকে কাউন্সিলর পদে মনোনয়পত্র দাখিল করেছিলেন ১৩ হাজার ৬২৬ জন প্রার্থী।
এদের মধ্যে বাতিল হয়েছে ৮৯৮ জন প্রার্থীর মনোনয়নপত্র। মোট বৈধ কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ১২ হাজার ৭২৮ জন। এর মধ্যে সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৫১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ১৫৯ জন প্রার্থী বৈধ হয়েছেন।
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
এতে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ইইউডি/এএ