সাতক্ষীরা: সাতক্ষীরায় দুটি পৌরসভার ৮ মেয়র ও ৭৪ কাউন্সিলর প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার(১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা পৌরসভা ও দুপুরে কলারোয়া পৌরসভার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক বাংলানিউজকে জানান, মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহাদাত হোসেন (নৌকা), জাতীয় পার্টির দলীয় প্রার্থী শেখ আজহার হোসেন(লাঙ্গল), বিএনপির দলীয় প্রার্থী তাসকিন আহমেদ চিশতি ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু নারকেল গাছ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এছাড়া কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থীকে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে, কলারোয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বাংলানিউজকে জানান, মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু নৌকা, বিএনপির দলীয় প্রার্থী আক্তারুল ইসলাম ধানের শীষ, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মুনসুর আলী (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য আরাফাত হোসেন মোবাইল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬জন প্রার্থী বিভিন্ন প্রতীক পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৩২ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
পিসি