ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

কুলাউড়ার ওসিকে প্রত্যাহারে এসপি’কে চিঠি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
কুলাউড়ার ওসিকে প্রত্যাহারে এসপি’কে চিঠি

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানকে প্রত্যাহারের জন্য এসপি’কে চিঠি দিয়েছেন রিটার্নিং অফিসার।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার কাজী ইফতেহাজুল হক আকন্দ ওসিকে প্রত্যাহার করতে জেলা পুলিশ সুপারের(এসপি) কাছে এ চিঠিটি পাঠান।



এর আগে, পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থী ব্যতীত অন্যসব মেয়র প্রার্থীর আপত্তির মুখে তাকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

কুলাউড়ায় বিএনপি প্রার্থী কামাল আহমদ জুনেদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফি আলম ইউনুছ ও জাতীয় পার্টির প্রার্থী মুহিবুর রহমান ওসিকে প্রত্যাহারের দাবিতে আবেদন করেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল বাংলানিউজকে বলেন, নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে একটি চিঠি পেয়েছি। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

বাংলাদশে সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এএটি/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।