ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বরগুনায় আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বরগুনায় আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ কামরুল আহসান

বরগুনা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিজয় সমাবেশ ও র‌্যালিতে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বরগুনায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামরুল আহসানকে (মহারাজ) শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে বরগুনা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ তাকে কারণ দর্শানো নোটিশ পাঠান।



এ বিষয়ে বরগুনা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ বাংলানিউজকে বলেন, তিনি কেন আওয়ামী লীগের বিজয় সমাবেশ ও র‌্যালিতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার কারণ দর্শাতে বলা হয়েছে। নোটিশ জারির তিনদিনের মধ্যে তাকে নোটিশের কারণ দর্শাতে হবে।

সোমবার (২১ ডিসেম্বর) বরগুনা জেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় র‌্যালি ও সমাবেশে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভোট চাইলে বরগুনা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা তাকে (কামরুল আহসান) শোকজ করেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।