ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

ইসলামপুর থেকে এম. আব্দুল্লাহ আল মামুন খান

মেয়র নির্বাচনে এখানে কারচুপির রেকর্ড নেই

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
মেয়র নির্বাচনে এখানে কারচুপির রেকর্ড নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুরের ইসলামপুর পৌরসভা থেকে ফিরে: জামালপুরের ইসলামপুর পৌরসভা নির্বাচনে পুরোদমে ছড়িয়ে পড়েছে ভোটের উত্তাপ। চাঙা এ ভোটের মাঠে মূল লড়াই নৌকা-ধানের শীষ প্রতীকের প্রার্থীর মধ্যে।

রাজনৈতিক বিরোধ, দ্বন্দ্ব এখানে কম। রয়েছে সহাবস্থান। পৌর নির্বাচনে কখনো কারচুপিও হয়নি বলে দাবি।

সব বিবেচনায় আগামী ৩০ ডিসেম্বর এখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হতে যাচ্ছে বলে আশা কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা গেলো এমনটি।

এ পৌরসভায় মেয়র পদে লড়ছেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের শেখ। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদ মোশাররফ সেবক নারিকেল গাছ আর ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম ঢালী।

পৌরসভাটি বেশ শান্তিপূর্ণ। অভিযোগ-অনুযোগ কম। সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ দূরের কথা খোদ বিএনপি প্রার্থীর অনুসারী নেতা-কর্মীরাও বলছেন, মেয়র নির্বাচনে এখানে কারচুপির রেকর্ড নেই। শান্তিপূর্ণ সহাবস্থানই এখানকার দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি।

শহরের রেলগেট এলাকায় যাত্রীর অপেক্ষা থাকা রিকশাচালক মাহমুদ আলী বলেন, এইহানে ইলেকশনের পরিবেশ ভালা। দুই প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা জোরছে প্রচারণা চালাইতাছে।

কোনো সমস্যা হইতাছে না। এ পৌরসভাত কোনোদিন মেয়র নির্বাচনে কারচুপি হয় নাই। এইবারও হইবো না।

পাশে থাকা শাহীন বলেন, নেতায় নেতায় সম্পর্ক ভালা। তারা তো মামা-ভাইগনা। পাশাপাশি তাগোর বাড়ি। ভোট শান্তিপূর্ণই অইবো।

‘আমরা কারো চা-পান খাই না। ৫ টেহার চা খাইবার যাইয়া বদনাম কামাইবার পাইতাম না। ’

এ নির্বাচনী কেন্দ্রের সামনে অবস্থানের সময়েই নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে মিছিল করতে দেখা গেলো কিশোর-যুবাদের। তাদের সঙ্গে মিছিলে ছিলেন বয়স্করাও। ‘নৌকারে নৌকা, হেইও হেইও’ স্লোগান তুলে তারা ভোটের মাঠে উষ্ণতা ছড়ালেন।

একইভাবে রেলগেট এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর একটি ছোট নির্বাচনী কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় সেখান দিয়ে ‘ধানের শীষ, ধানের শীষ’ বলে একটি প্রচারণা মিছিলও চোখে পড়লো।

দু’টি মিছিলের চিত্র দেখিয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা বলেন, ‘আমগর এইহানে কোনো গেঞ্জাম নেই। যার যার মতো সবাই নিজেগর প্রচারণা চালাইতাছে। এইডাই আমগর রাজনৈতিক সংস্কৃতি। ’

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ইসলামপুর পৌরসভার আয়তন ১৪.৭১ বর্গ কিলোমিটার। এখানে মোট ভোটার ২৬ হাজার ৪২৫। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১৭ ও নারী ভোটার ১৩ হাজার ৪০৮।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এএ

** বিদ্রোহী নিয়ে আ’লীগ আর ঘরের শত্রুর শঙ্কায় বিএনপি
** ‘ভোটের কতা কমু না’
** নির্বাচনী চা!
** ‘আসল খেলা ইলেকশনের আগের রাইতে’
** সুন্দর পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার দুই মেয়রপ্রার্থীর
** নৌকা ঠেকাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিএনপি!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।