ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

গফরগাঁও পৌর নির্বাচন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
গফরগাঁও পৌর নির্বাচন স্থগিত ফাইল ফটো

ঢাকা: ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।
 
নির্বাচন স্থগিত চেয়ে এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।


 
গফরগাঁও পৌরসভার বর্তমান মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ রিট আবেদনটি দায়ের করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর পৌর সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে অন্য একটি রিট আবেদন করেন সাবেক সংসদ সদস্য আবুল হোসেন।  

রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভার মধ্যে গফরগাঁওয়েও ভোটগ্রহণের দিন ধার্য ছিল।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এমএইচপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।