ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

হোসেনপুরে ৩ মেয়র প্রার্থীকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
হোসেনপুরে ৩ মেয়র প্রার্থীকে শোকজ

কিশোরগঞ্জ: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভার আ’লীগ ও বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থীকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান ৩ মেয়র প্রার্থীকে লিখিতভাবে শোকজের নোটিশ দিয়েছেন।

২৪ ঘণ্টার মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

তিন মেয়র প্রার্থী হলেন- হোসেনপুর পৌরসভায় আওয়ামী দলীয় প্রার্থী আব্দুল কাইয়ুম খোকন (নৌকা), বিএনপি দলীয় প্রার্থী মাহাবুবুর রহমান (ধানের শীষ) ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সৈয়দ হোসেন হাছু (নারকেল গাছ)।

উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বাংলানিউজকে জানান, সোমবার (২১ ডিসেম্বর) রাতে এ তিনজন মেয়র প্রার্থী মোটরসাইকেল দিয়ে শোডাউন করায় শোকজের নোটিশ দেওয়া হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।