ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন

দুর্গাপুরে চার মেয়রসহ ৭ কাউন্সিলকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
দুর্গাপুরে চার মেয়রসহ ৭ কাউন্সিলকে জরিমানা

রাজশাহী: রাজশাহী জেলার দুর্গাপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার মেয়র এবং সাত কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুন্নাহার এ দণ্ডাদেশ দেন।



এ প্রসঙ্গে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, দেয়ালে ও বৈদুতিক পোলে পোস্টার লাগানোসহ বিভিন্ন কারণে বিএনপি মনোনীত প্রার্থী সাইদুর রহমান মুন্টুকে পাঁচ হাজার টাকা, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেনকে পাঁচ হাজার টাকা, জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী আজাহার আলীকে পাঁচ হাজার টাকা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী হাসানুজ্জামান সান্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সেলীম রেজাকে দুই হাজার টাকা, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুজনুর রহমানকে দুই হাজার টাকা ও সাত নম্বর দুর্গাপুর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সোহেল রানাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।