ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

চাটখিলে ২ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
চাটখিলে ২ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

নোয়াখালী: আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শাহ আলম ও সামছুল আলমকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে নির্বাচনে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবরাউল হাসান মজুমদার এ জরিমানা করেন।



ভ্রাম্যমাণ আদালত সূত্র বাংলানিউজকে জানায়, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহ আলম (ব্ল্যাক বোর্ড প্রতীক) ও একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সামছুল আলম (টেবিল ল্যাম্প প্রতীক) দুইজনকে নির্বাচনী  প্রচারণার গাড়িতে দুটি করে মাইক ব্যবহার করে আসছিলেন।

এমন খবরের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় কাউন্সিলর প্রার্থীকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকার জরিমানা এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সর্তক করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবরাউল হাসান মজুমদার জরিমানার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।