ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

হবিগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
হবিগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন এ জরিমানা করেন।



স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌরসভার মাছুলিয়া এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম তার নির্বাচনী কার্যালয়ে কাঠের নৌকা সাজিয়ে রাখেন।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।