ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ঈশ্বরদীতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর অফিস ভাঙচুর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ঈশ্বরদীতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর অফিস ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে বিএনপির মেয়র প্রার্থী মকলেছুর রহমান বাবলু ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফিজ আল্ সামসের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোরে শহরের শৈলপাড়া রহিমপুর এলাকায় ওই দুটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।

পরে পোস্টার-ব্যানার ও সামিয়ানা ছিড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় বর্তমান মেয়র ও বিএনপির মেয়র প্রার্থী মকলেছুর রহমান বাবলু ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফিজ আল্ সামস ঈশ্বরদী থানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দাখিল করেছেন।

এদিকে, ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঈশ্বরদী পৌর নির্বাচন মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ বাংলানিউজকে জানান, মামলা হওয়ার পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
 এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।