ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

মুন্সীগঞ্জে আরটিভি’র ক্যামেরা ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মুন্সীগঞ্জে আরটিভি’র ক্যামেরা ভাঙচুর

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার চরশিলমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আরটিভি’র সংবাদকর্মীরা হামলার শিকার হয়েছেন। তাদের ক্যামেরাও ভাঙচুর হয়েছে।



আক্রান্তরা হলেন- আরটিভি প্রতিবেদক জাহিদ হাসান ও ক্যামেরাম্যান আতোয়ার রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলামের সমর্থক শাহীনকে আওয়ামী লীগ কর্মীরা আহত করেন। সে ছবি ধারণ করতে গেলে তারা জাহিদ ও আতোয়ারের ‍ওপর হামলা চালান।

তবে এ অভিযোগ ‘অসত্য’ দাবি করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান ভূঁইয়া। তিনি বাংলানিউজকে বলেন, হামলাকারীরা বিএনপির সমর্থক।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসকেএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।