ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

তারাবতে জালভোট দেওয়ার অভিযোগে আ’লীগ নেতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
তারাবতে জালভোট দেওয়ার অভিযোগে আ’লীগ নেতা আটক ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।

আটককৃত বাবুল তারাব পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক।



বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জালভোট দেওয়ার সময় পুলিশ হাতেনাতে তাকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।   

এর আগে, সকাল ৮টা থেকে ৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ৩৭টি কেন্দ্রে ১ প্লাটুন বিজিবি, ১২টি মোবাইল টিম, ৩টি রিজার্ভ ফোর্স টিম, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র‌্যাবের ২টি টহল টিম, প্রতিটি কেন্দ্রে ১৪ জন আনসার ও ৮ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।

তারাব পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৮ হাজার ৮৯৭ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪১ হাজার ৪২৯ জন ও নারী ভোটার সংখ্যা ৩৭ হাজার ৪৬৮ জন। ৩৭টি কেন্দ্রে বুথের সংখ্যা ২২২টি।

এখানে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী হাসিনা গাজী (নৌকা), বিএনপির প্রার্থী জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভূঁইয়া (ধানের শীষ), ইসলামী আন্দোলনের প্রার্থী শিব্বির আহাম্মেদ(হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র শফিকুল ইসলাম চৌধুরী (জগ) ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব(কম্পিউটার)।

এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন ২৪ জন ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৫ জন। তাদের মধ্যে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩নং ওয়ার্ডে লায়লা পারভিন ও ৪, ৫, ৬নং ওয়ার্ডে আছমা বেগম এবং সাধারণ কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে হোসেন আহাম্মেদ রাজিব, ৬নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম ও ৭নং ওয়ার্ডে আনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।