ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

গোলাপগঞ্জে জাল ভোটের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
গোলাপগঞ্জে জাল ভোটের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় জাল ভোটসহ নৌকায় সিল মারার জন্য সহকারী প্রিজাইডিং অফিসার সহায়তা করছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী।


গোলাপগঞ্জ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী আমিনুর রহমান নিপন (নারকেল গাছ প্রতীক)  অভিযোগ করে বলেন, পৌরসভার ৫ ও ৪ নং ওয়ার্ডের জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং অফিসার নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করছেন।

ভোট কক্ষের মধ্যে ভোটারদের নৌকা মার্কায় সিল মারার জন্য বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছেন।

এ পৌরসভায় ধানের শীষ প্রতীকে পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, শেষ বেলায় ভোটের ফলাফল পাল্টে দেওয়া হতে পারে।

গোলাপগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৭৩৫ জন। এর মধ্যে নারী ৯ হাজার ৭৯৬ জন। এ পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ৫১টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।