ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন

বরগুনায় আ’লীগ প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বরগুনায় আ’লীগ প্রার্থীর ভোট বর্জন

বরগুনা: প্রশাসনের বিরুদ্ধে বিরূপ আচরণের অভিযোগ এনে বরগুনা সদর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ভোট বর্জন করেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় বরগুনা সদর পৌরসভায় ভোটগ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টার মাথায় পৌরসভার গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের।

এরপর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মঞ্জুরুল আলম।

পরে বেলা ১২টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ প্রশাসনের বিরুদ্ধে বিরূপ আচরণের অভিযোগ তুলে ভোট বর্জণের ঘোষণা দেন। একইসঙ্গে তিনি বিদ্রোহী প্রার্থী টাকা দিয়ে প্রশাসন কিনে নিয়েছে বলেও অভিযোগ করেন।

সরকার দলীয় প্রার্থীর ভোট বর্জনের ঘোষণার পর তার সমর্থকরা বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরগুনা সরকারি কলেজ কেন্দ্রে হামলা করে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫/আপডেট: ১২২৬ ঘণ্টা
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।