কুমিল্লা: কুমিল্লা ও চাদঁপুর জেলায় স্থগিত থাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ও শুন্য পদে উপনির্বাচন উপলক্ষে ২৩৯ জন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর ২৩৯ জন সদস্য নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবেন।
চতুর্থ দফায় ইউপি নির্বাচনে স্থগিত থাকা, সমান ভোট, মামলা ও অন্যান্য জটিলতার কারণে এ দুই জেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে নির্বাচন ও শুন্য পদে উপনির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে নিরাপত্তার রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
র্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার বাংলানিউজকে জানান, এ নির্বাচনে কুমিল্লা জেলায় মোট ১৮টি টহল টিম ও স্ট্রাইকিং ফোর্সে ১৩৩ জন এবং চাঁদপুর জেলায় মোট ১৬টি টহল ও স্ট্রাইকিং ফোর্সে ১০৬ জন র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসআর