ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

বিনোদন

নিউ ইয়র্কের মঞ্চে তৌকীর আহমেদের ‘তীর্থযাত্রী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
নিউ ইয়র্কের মঞ্চে তৌকীর আহমেদের ‘তীর্থযাত্রী’

জনপ্রিয় অভিনেতা, নাট্যকার ও নির্দেশক তৌকীর আহমেদ। অভিনয় থেকে তিনি নাটক-চলচ্চিত্র রচনা ও নির্মাণে আসেন।

পরিচালনার কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকলেও এখনও অভিনয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।  

বর্তমানে দেশের বাইরে রয়েছেন এই তারকা।

তবে তার লেখালেখি, অভিনয় বা নির্দেশনা থেমে থাকেনি। নিউইয়র্কের কুইন্স থিয়েটারের মূল মঞ্চে আগামী ১৮ মার্চ তার নির্দেশনায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘তীর্থযাত্রী’।  

জানা গেছে, হুমায়ূন কবির রচিত ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ বইটি অবলম্বনে ‘তীর্থযাত্রী’ নাটকটি। এ নাটকটি নির্মাণ করছে নক্ষত্র।

নক্ষত্রের আমন্ত্রণে নিউ ইয়র্কের বিভিন্ন দলের নাট্যকর্মীরা অংশগ্রহণ করছেন এ নাটকে। নাটকের সংগীত আয়োজন করছে পিন্টু ঘোষ। তীর্থযাত্রী পরিবেশনায় রয়েছে বাংলা সংস্কৃতি কেন্দ্র।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।