ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

তামিল সিনেমায় নিষিদ্ধ হলেন ইলিয়ানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
তামিল সিনেমায় নিষিদ্ধ হলেন ইলিয়ানা

ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। আনুশকা, দীপিকার মতো জনপ্রিয় না হলেও বলিউডে স্বমহিমায় টিকে আছেন এই অভিনেত্রী।

তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

বিশেষ করে অনুরাগ বসুর ‘বরফি’ সিনেমায় বাঙালি নারীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। অক্ষয়ের বিপরীতে রুস্তম এ নজর কেড়েছেন।  

আর সুপরিচিত এই অভিনেত্রীকে নিষিদ্ধ করেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অথচ তার ক্যারিয়ারজুড়ে দক্ষিণী সিনেমা-ই সবচেয়ে বেশি।  তেলেগু সিনেমাতেই বেশি দেখা গেছে ইলিয়ানাকে। এর মাঝে তামিল ও কন্নড় ইন্ডাস্ট্রিও ঘুরে এসেছেন। যে কারণে প্যান ইন্ডিয়ায় তার খ্যাতিও অনেক।  

এমন জনপ্রিয় অভিনেত্রীকে নিষিদ্ধ করার কারণ হিসেবে জানা গেছে, ইলিয়ানার বিরুদ্ধে অভিযোগ, পরিচালকের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। কথা দিয়েও কথা রাখেননি। পারিশ্রমিক নিয়েও সিনেমায় অভিনয় করেননি।

এমন অপেশাদারের মতো কাজকে নিন্দা জানিয়ে তাকে নিষিদ্ধ ঘোষণা করে তামিল ইন্ডাস্ট্রি।  

বিষয়টি নিয়ে এখনবধি কোনো প্রতিক্রিয়া জানাননি ইলিয়ানা।

শুটিং নিয়েই ব্যস্ত তিনি। চলতি বছর দুটি সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে। একটির নাম ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’। নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার শুটিং চলছে এখন।

ইলিয়ানা ডি ক্রুজকে শেষ দেখা গিয়েছিল, ‘দ্য বিগ বুল’ সিনেমায়। এতে মীরা রাও চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি।  
সিনেমার পাশাপাশি আগামীতে তাকে ওয়েব সিরিজেও দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।