ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

নাটকের পর মিউজিক ভিডিওতে সজল-কনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
নাটকের পর মিউজিক ভিডিওতে সজল-কনা দিলশাদ নাহার কনা- সজল

টিভি নাটকের জনপ্রিয় তারকা সজল। অন্যদিকে চলতি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

এবার দুই অঙ্গনের এ দুই তারকা এক হলেন মিউজিক ভিডিওতে। কনার গাওয়া ‘তোমাকে ভেবে’ শিরোনামের গানে তাদের দুজনকে দেখা যাবে।

গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পুনম মিত্র। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।

রঙ্গন মিউজিক থেকে মিউজিক ভিডিওটি প্রকাশ হবে। গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন কনা। তিনি বলেন, ২০১২ সালের পর ফের মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। গানটি শোনার পর থেকেই আমার বেশ ভালো লাগে। এটি একটি স্যাড গান। স্যাড গানে অভিনয়টা জরুরি।

কনা আরো বলেন, যখন মিউজিক ভিডিও করার সিদ্ধান্ত হয় তখন ভাবলাম এমন একজনকে নিতে হবে যে ভালো কিছু দিতে পারবে। সেখান থেকে আমি সজল ভাইকে প্রস্তাব দিই। এর আগে সজল ভাইয়ের সঙ্গে আমি কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেখান থেকে তার সঙ্গে আমার বোঝাপড়াও ভালো বলতে পারি। নাটকের পর এবার মিউজিক ভিডিওতে আমাদের দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।