ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মানুষ’র জন্য ঢাকায় আসবেন জিৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
‘মানুষ’র জন্য ঢাকায় আসবেন জিৎ

ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জিৎ অভিনীত আসন্ন সিনেমা ‘মানুষ’। এটি নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার।

আগামী ২৪ নভেম্বর ভারতে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি।

এ বিষয়ে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, ‘মানুষ’ সিনেমাটি ভারতের সঙ্গে এক দিনই মুক্তি পেলে আমার চেয়ে বেশি খুশি কেউ হয়তো হবে না। যতদূর জানি, জাজ মাল্টিমিডিয়ার আজিজ ভাই সিনেমাটি বাংলাদেশেও এক দিনে মুক্তির চেষ্টা করছেন।

সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘মানুষ’ ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তির দেব আমরা। আজ মন্ত্রণালয়ে আবেদন করব। অনুমতি পেলেই ভারতের সঙ্গে ২৪ নভেম্বর বাংলাদেশেও মুক্তি পাবে মানুষ। এর আগে সিনেমার প্রচারের জন্য ঢাকায় আসবেন জিৎ।

সিনেমাটিতে জিতের সঙ্গে বাংলাদেশের বিদ্যা সিনহা মিমও অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন জিতু কমল ও সুস্মিতা চট্টোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।