ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

নির্মাতা সালমানের ব্যস্ততা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
নির্মাতা সালমানের ব্যস্ততা

ঢাকা: অসংখ্য নাটক এবং বিজ্ঞাপন নির্মাণ করে বেশ আলোচনায় এসেছেন সালমান মাহমুদ।  এই সময়েও বেশকিছু কাজ নিয়ে চলছে তার ব্যস্ততা।

শুধু শোবিজের ব্যস্ততাই নয়, শোবিজের বাইরেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত তিনি।

বাংলাদেশ পথ শিশু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কাজ করছেন তিনি।

সালমান মাহমুদ নিজের আয় থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সব সময়।  

এই মানুষটার জন্মদিন আজ (২২ জানুয়ারি)। বিশেষ এই দিনে তাকে অভিনন্দন জানিয়েছেন তার সহকর্মী, চলচ্চিত্র ও টেলিভিশনের নির্মাতারা।  

জন্মদিনে তিনি জানান, শীঘ্রই সত্য ঘটনা অবলম্বনে ‘অপরাধ দমন ডায়াল ৯৯৯’ শুটিং শুরু হতে যাচ্ছে। এটি ধারাবাহিক ভাবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।  

তিনি বলেন, তার প্রতিষ্ঠিত রাউন্ড দ্য ক্লক লিমিটেড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ২৭ বছরের অভিজ্ঞতায় দেশজুড়ে শুরু করতে যাচ্ছে ‘কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ’।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।