ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

মাহতাবের কথায় ঐশী-জনির ‘বেসামাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
মাহতাবের কথায় ঐশী-জনির ‘বেসামাল’

সম্প্রতি প্রকাশ পেয়েছে ফাতেমা তুয যাহরা ঐশী ও জনি খানের কণ্ঠে গান ‘বেসামাল’। গানটি রেকর্ডিং করা হয়েছিল বেশ কয়েক বছর আগে।

তবে এবার গানটি মিউজিক ভিডিওসহ মুক্তি দেওয়া হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।  

গানের বিষয়ে ঐশী বলেন, আমার গাওয়া বেশ কয়েক বছর আগের গান এটি। গানটি বেশ আনন্দ নিয়ে গেয়েছি। এক শ্রেণীর দর্শকের এটা বেশ ভালো লাগবে বলে আমি মনে করছি।  

জনি খান বলেন, গানের সঙ্গে সমন্বয় করে আমরা একটা বিগ বাজেটের ভিডিও নির্মাণ করেছি। মুক্তির পর থেকেই সবার ভালো সাড়া পাচ্ছি।

গানের সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু, লিখেছেন মাহতাব হোসেন। সুর করেছেন জনি খান নিজেই। এছাড়াও মিউজিক ভিডিওতে জনির সঙ্গী হয়েছেন সুমাইয়া। এই মিউজিক ভিডিও বানিয়েছেন রাহাত বাপ্পী।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।