ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

এবার হাই-হিল পরে আলোচনায় রণবীর সিং

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মে ৯, ২০২৪
এবার হাই-হিল পরে আলোচনায় রণবীর সিং

ফ্যাশন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন বলিউড অভিনেতা রণবীর সিং। বিচিত্র সব সাজপোশাকে জনসম্মুখে এসে বহুবার আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

 

এবার হাই-হিল আর কোটি টাকার নেকলেস পরে আলোচনায় এই অভিনেতা।  

সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, রণবীরের পরনে সাদা রঙের সাটিন শার্ট, ম্যাচিং ট্রাউজার। রং মিলিয়ে পায়ে পরেছেন হাই-হিল, গলায় নেকলেস।

এদিকে প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এ দম্পতি বেবিমুন কাটাতে দীর্ঘদিন বিদেশে ছিলেন। বুধবার মুম্বাইয়ে ফিরেন এই যুগল। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের মুখ দেখবেন তারা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।