ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
করোনায় আক্রান্ত অক্ষয় কুমার

অনন্ত অম্বানির বিয়েতে হাজির থাকছেন বিশ্বের অনেক তারকা। বৃহস্পতিবার রাতেই মুম্বাইয়ে পৌঁছেছেন অভ্যাগতেরা।

যারা ভারতের বাইরে ছিলেন, তারা ফিরে এসেছেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের জন্য।

নিউ ইর্য়কে ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই ফিরেছেন শাহরুখ খান। জার্মানি থেকে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। স্বামীকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এত তারকার মধ্যেও অনুপস্থিত থাকবেন অক্ষয় কুমার।

বলিউডের অন্যতম ব্যস্ত তারকা অক্ষয়। অনন্ত নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছেন তাকে। কিন্তু হঠাৎই করোনায় আক্রান্ত হয়েছেন এই অভিনেতা।

শুক্রবার (১২ জুলাই) অক্ষয়ের সিনেমা ‘সরফিরা’ মুক্তি পেয়েছে। জোরকদমে চলছিল এর প্রচার। হঠাৎই অসুস্থ  বোধ করেন অক্ষয়। তৎক্ষণাৎ রক্ত পরীক্ষা করান অক্ষয়। এরপর জানা যায়, করোনা হয়েছে তার। তারপরেই নিভৃতবাসে চলে যান অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।