ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

সেলেনা গোমেজ এখন বিলিয়নিয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
সেলেনা গোমেজ এখন বিলিয়নিয়ার

বিলিয়নিয়ার তারকায় নাম উঠলো মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সেলেনা গোমেজের মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৩ বিলিয়ন ডলার।

সেলেনা গোমেজের বিপুল সম্পদের আশি ভাগই এসেছে তার ‘রেয়ার বিউটি’ নামক মেকআপ কোম্পানি থেকে, যা তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন।

ব্লুমবার্গ জানিয়েছে, সেলেনা গোমেজের এই সম্পদের বেশিরভাগই এসেছে তার ‘রেয়ার বিউটি’ নামক মেকআপ কোম্পানি থেকে। বর্তমানে এই কোম্পানিতে তার শেয়ার মূল্য ১ বিলিয়ন ডলারেরও বেশি।

বিউটি ব্র্যান্ড ছাড়াও সেলেনা গোমেজের রিয়েল এস্টেটে বিনিয়োগ, মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্ম ওয়ান্ডারমাইন্ড-এ বিনিয়োগ, গান, অভিনয় এবং পেইড পার্টনারশীপ থেকে প্রাপ্ত অর্থ তাকে এই তালিকায় নিয়ে এসেছে।

বিলিয়নিয়ার তালিকায় সেলেনা গোমেজের কাছের বন্ধু টেইলর সুইফটও আছেন। তার মোট সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।