ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

রাহাত ফতেহ আলী খানের কনসার্টের টিকিট বিক্রি ১৮ ডিসেম্বর পর্যন্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
রাহাত ফতেহ আলী খানের কনসার্টের টিকিট বিক্রি ১৮ ডিসেম্বর পর্যন্ত

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফাতেহ আলী খানের চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’র টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রি চলবে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত।

আগামী ২১ ডিসেম্বর কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) রাত থেকে এ টিকিট বিক্রি শুরু হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, মোট তিনটি ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে।

প্রথমত, ‘ভিআইপি’ টিকিটের মূল্য ১০ হাজার টাকা। এই ক্যাটাগরির টিকিট ক্রেতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। দ্বিতীয়ত, ‘ফ্রন্ট রো’ টিকিটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এই ক্যাটাগরির টিকিট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। তৃতীয়ত, ‘জেনারেল’ টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। এই ক্যাটাগরির টিকিট ক্রেতারা পেছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। কনসার্টের টিকিট ক্রয়ের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সংঘটিত হচ্ছে।

আয়োজকরা বলেন, টিকিট সেলিং পার্টনার হিসেবে আমাদের সঙ্গে রয়েছে ‘GET SET ROCK’ নামক একটি প্রতিষ্ঠান। টিকিট ক্রয়ের জন্য ‘https://getsetrock.com/’ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং অনলাইনেই পেমেন্ট সম্পন্ন করতে হবে। টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, অনুষ্ঠানের দিন ভেন্যুর (আর্মি স্টেডিয়াম) গেট খোলা হবে দুপুর ২টায়। গেট বন্ধ হবে সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

এছাড়া, কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র‌্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

প্রসঙ্গত, চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে বলে জানায় ‘স্পিরিটস অব জুলাই’।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।