হঠাৎ সামাজিকমাধ্যমে একটা কথা ছড়িয়ে পড়েছে, জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ নাকি ম্যাজিক দেখাবে! কিন্তু ওয়েব সিরিজ ছেড়ে হঠাৎ করে ম্যাজিক কেন, সাউন্ড ডিজাইনার ও রেকর্ডিস্ট রিপণ নাথের মতো প্রশ্নটা অনেকেরই।
এমনকি আশফাক নিপুণের স্ত্রী সঙ্গীতশিল্পী এলিটা করিমও অভিযোগের সুরে তাকে ট্যাগ করে ফেসবুকে লেখেন, ‘Ashfaque Nipun, আরেকদিন আরেকদিন করে আর কতো পাশ কাটাবা? ঠিক করে বলো ম্যাজিকটা কবে দেখাচ্ছো?’
আশফাক নিপুণের ভাইবেরাদর ও তারকাদের অনেকেই এটা নিয়ে বেশ কৌতূহলী।
তবে প্রকৃত ঘটনা আসলে কী, আশফাক নিপুণের কাছ থেকে তা পুরোপুরি জানা যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে জানতে পারি, খুব শিগগিরই সে নাকি ম্যাজিক দেখাবে। কিন্তু ‘মহানগর ৩’ রিলিজ না দিয়ে কেন ম্যাজিক দেখানোর কথা ভাবছেন, কিংবা কীসের ম্যাজিক দেখাবেন, এ বিষয়ে কিছু স্পষ্ট করে জানা যায়নি।
আশরাফ নিপুণও বিষয়টি এখনো খোলাসা করছেন না। তিনি আদৌ কোনো ম্যাজিক দেখাবেন কিনা, নাকি ‘ম্যাজিক’ বলতে তিনি অন্যকিছু বুঝাচ্ছেন সে ব্যপারে জানতে চাইলে রহস্য ধরে রেখে নিপুণ বলেন, শিগগিরই সবাই জানতে পরবেন।
এমএম