ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

অটিস্টিকের চরিত্রে ফারজানা ছবি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, ডিসেম্বর ২৭, ২০১২
অটিস্টিকের চরিত্রে ফারজানা ছবি

এটিএনবাংলায় বৃহস্পতিবার রাত ১১টায় প্রচার হবে নাটক ‘অস্তিত্বে অনুভবে’। ফেরদৌসি মাহমুদার গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সাঈদা নাঈম।

নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। নাটকটিতে অভিনয় করেছেন ফারজানা ছবি।

‘অস্তিত্বে অনুভব’ নাটকে ছবির চরিত্রটি সম্পর্কে বাংলানিউজকে বলেন, ‘প্রথমবারের মতো আমি অটিস্টিকের চরিত্রে অভিনয় করেছি। এই নাটকে আমার চরিত্রের নাম থাকে জবা। জবা একজন অটিস্টিক রোগী। স্বাভাবিক অবস্থায় তাকে সুস্থ বলেই মনে হয় এবং সে ভালোভাবেই সকলের সঙ্গে আচরণ করে। রাহাত নামে এক যুবকের সাথে সম্পর্ক হয়। বিয়ের আগেই রাহাতকে জবা সে যে অটিস্টিক সেটি জানায়। রাহাত বিষয়টিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে। তবে সমস্যা হয় বিয়ের পর। এক সময় রাতের অন্ধকারে রাহাতের কাছে চিরকুট লিখে সমাজ-সংসারের মায়া ত্যাগ করে অজানার উদ্দেশে জবা পা বাড়ায়। ’

এই নাটকটি অটিজমের ওপর জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে বিশ্বাস করেন অভিনেত্রী ফারজানা ছবি। এ নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেছেন হাসান মাসুদ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এমকে/জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।