কখনও পিচঢালা সড়কে, আবার কখনও মেঠেপথে রিকশা চালাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। এই দৃশ্য দেখা যাবে ‘ফাঁদ’ নাটকে।
নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন সেজুল হোসেন। এর গল্প অভাবগ্রস্থ একটি পরিবারকে ঘিরে। এর চিত্রায়ন হয়েছে হাওরের জেলা সুনামগঞ্জে।
জয়ন্ত জানান, জীবন ও অভাবের ফাঁদ র বর্তমান রাজনৈতিক সমাজ বাস্তবতার উপহাস নিয়েই সাজানো হয়েছে নাটকটি।
২৬ ডিসেম্বর রাত ৮টা ৫০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ‘ফাঁদ’। এতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, তারেক মাহমুদ, নাফিসা চৌধুরী নাফা, তুষার মাহমুদ, সিনথিয়া, পল্লব, কেয়া, অন্ধ বাউল গোলাপ প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪