ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

কারিনার অনুপ্রেরণা কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, ডিসেম্বর ৫, ২০১৫
কারিনার অনুপ্রেরণা কঙ্গনা কারিনা কাপুর খান ও কঙ্গনা রনৌত

বলিউডের এক অভিনেত্রী আরেকজনের প্রশংসা খুব একটা করেন না। সমসাময়িক হলেও তো আরও দূরের কথা।

কিন্তু কারিনা কাপুর খান বুঝিয়ে দিলেন, তিনি সে দলের নন। কার কাজে অনুপ্রাণিত হন জানতে চাইলে কোনো রাখঢাক না-করে নবাবপত্নী উল্লেখ করেছেন কঙ্গনা রনৌতের নাম।

‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’র মতো ছবিতে কঙ্গনার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) দিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে কারিনা বলেন, ‘বলিউডের অনেকেই আমাকে অনুপ্রাণিত করেন। কঙ্গনা যে ধরনের কাজ করে যাচ্ছে, তা সত্যি প্রশংসনীয়। ও আমার অনুপ্রেরণা। ’

এখানে কঙ্গনাও ছিলেন। এদিনের অনুষ্ঠানে শৈশবের মজার একটি ঘটনার কথাও জানান কারিনা। ছোটবেলায় অক্ষয় কুমার, সালমান খানদের দিকে প্রায়ই হাঁ করে তাকিয়ে থাকতেন তিনি। তখন তার মুখে শোনা যেতো- ‘একদিন এদের সঙ্গে কাজ করবো!’ কথাটা তার দিদির (কারিশমা কাপুর) কানে গেলে আর রক্ষা থাকতো না। কড়া ধমক দিয়ে লোলো (কারিশমার ডাকনাম) বলতেন, ‘এসব বাদ দাও! সোজা স্কুলে যাও। ’

কারিনা এখন অভিনয় করছেন আর. বালকির ‘কি অ্যান্ড কা’ ছবিতে। তার সহশিল্পী হিসেবে আছেন অর্জুন কাপুর।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।