ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

বছরের শেষদিনে মিমের ঝলক! (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
বছরের শেষদিনে মিমের ঝলক! (ভিডিও) গানের দৃশ্যে বাপ্পি ও মিম

‘মিম একটু বেশিই ঝলমলে’- এমন মন্তব্য করেছিলেন ভারতীয় একজন নির্মাতা। বছরের শেষদিনেও সেই প্রমাণ রেখেছেন জনপ্রিয় এই লাক্স তারকা।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রকাশ হয়েছে ‘সুইটহার্ট’ ছবির একটি গান। ‘এক ঝলকে’ শিরোনামের গানটিতে মিম হাজির হয়েছেন নতুন লুকে। তার সঙ্গে আছেন বাপ্পি।

‘এক ঝলকে আমাকে ছুঁয়ে গেলো যে/দু’চোখ ফেরাতেই দেখি নেই সে’- কবির বকুলের লেখা এমন গানটিতে সুর ও সংগীতায়োজনের পাশাপাশি গেয়েছেন হৃদয় খান। এতে ঠোঁট মিলিয়েছেন বাপ্পি। এতে প্রথমবারের মতো মিমের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবিতে আরও আছেন রিয়াজ। ‘সুইটহার্ট’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। নতুন বছরের শুরুর দিকে মুক্তি পাবে এটি।  

** ‘সুইটহার্ট’ ছবির গান ‘এক ঝলকে’ :

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।