ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

জিডি করলেন ববিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, ফেব্রুয়ারি ৭, ২০১৭
জিডি করলেন ববিতা ববিতা (ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার বাসায় চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় পুলিশের শরণাপন্ন হয়েছেন তিনি। চুরির ঘটনায় গুলশান থানায় জিডি (সাধারণ ডায়রি) করেছেন ববিতা। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপ করে ববিতা বলেন, ‘আজকাল কাজের লোকদের বিশ্বাস করা দুষ্কর। কাজ করে পয়সা উপার্জন না করে অল্পতেই তারা বেশি টাকা চায়।

এটা খুব বাজে ব্যাপার। আমি একা মানুষ আর কী করবো! থানায় জিডি করেছি, পুলিশেই সব করবে। ’  

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা জানান, বাসা বদলের পর জানতে পেরেছেন তার ঘরের বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে। ৫ ফেব্রুয়ারি চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি। পিংকি ও ইয়াসমিন নামে দু’জন তরুণী ৬ মাস ধরে তার বাসায় কাজ করছিলো। ১ ফেব্রুয়ারি পিংকি বিকাশে বেতনের টাকা বাড়িতে পাঠানোর কথা বলে ইয়াসমিনকে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ববিতার মতে, এর মধ্যেই কোনো এক ফাঁকে ঘরের জিনিসপত্র সরিয়েছে ওরা।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।