ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

নিক জোনাসের সঙ্গে প্রেম করছেন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, মে ১১, ২০১৭
নিক জোনাসের সঙ্গে প্রেম করছেন প্রিয়াঙ্কা! প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস (ছবি: সংগৃহীত)

পশ্চিমা বিশ্বের বিভিন্ন রিয়্যালেটি শো’তে হাজির থাকছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনবার এমন অভিজ্ঞতা হয়েছে তার। আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’ ও হলিউড ছবি ‘বেওয়াচ’-এ অভিনয়ের সুবাদে এমনটা সম্ভব করেছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি জিমি কিমেলের চ্যাট শো-এ হাজির হয়েছিলেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই অভিনেত্রী। যেখানে মেট গালা অনুষ্ঠানে তার পরিহিত পোশাক নিয়ে আলোচনা করা হয়।

এর উত্তর খুব মজা করে দিয়েছন প্রিয়াঙ্কা।

চমকপ্রদ তথ্য হলো, এই সুযোগে প্রিয়াঙ্কা ও গায়ক নিক জোনাসের একটি স্থিরচিত্র ধরে নায়িকাকে প্রশ্ন করেন উপস্থাপক জিমি কিমেল। ‘আপনি কি নিক জোনাসের সঙ্গে প্রেম করছেন?’ এর জবাবে পিসি জানান, ‘তেমন কিছু নয়। আমরা দু’জনে রালফ লওরেনের ডিজাইন করা পোশাক পড়েছিলাম। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সবসময় একসঙ্গে থাকবো। এটি সত্যি খুব মজার ছিলো। ’   

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।