ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

রাস্তায় সুস্মিতার নাচ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, ডিসেম্বর ১৬, ২০১৭
রাস্তায় সুস্মিতার নাচ (ভিডিও) সুস্মিতা সেন (ছবি: সংগৃহীত)

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। মহেশ ভাট পরিচালিত ‘দস্তক’ ছবির মধ্য দিয়ে ১৯৯৬ সালে বলিউডে পা রেখেছেন তিনি। এরপর অভিনয় করেছেন ‘বিবি নাম্বার ওয়ান’, ‘সিরফ তুম’, ‘আঁখে’ ও ‘ম্যায় হু না’র মতো ছবিগুলোতে।

বেশ কিছুদিন ধরেই রূপালি পর্দার আঁড়ালে রয়েছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। সবশেষ ২০১৫ সালে ‘নির্বাক’ ছবিতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন প্রাক্তন এই বিশ্ব সুন্দরী। যেখানে রাস্তার মাঝে নাচতে দেখা গেছে ৪২ বছর বয়সী এই অভিনেত্রীকে।

সুস্মিতা একা নন, এসময় তার সঙ্গে তাল মেলাতে দেখা গেছে কলেজ পড়ুয়া কয়েকজন ছাত্র-ছাত্রীকেও।

** সুস্মিতা সেনের নাচের ভিডিও

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।