ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

প্রস্তুত সালমান-ক্যাটরিনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
প্রস্তুত সালমান-ক্যাটরিনা সালমান-ক্যাটরিনার ছবির পোস্টার, (সংগৃহীত ছবি)

মুক্তি পেতে পাচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’।

শুক্রবার (২২ ডিসেম্বর) এটি মুক্তি পাবে। ধামাকাদার এই ছবির জন্য এতোদিন দর্শকরাও উন্মুখ হয়ে ছিলেন।

অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত বহু প্রতীক্ষিত ছবিটি।

মুক্তির মাত্র কয়েকদিন আগে দর্শকদের জন্য ছবিটির নতুন একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে সালমান ও ক্যাটরিনা তাদের অ্যাকশন ঢংয়ে উপস্থিত হয়েছেন।

এদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির গানগুলোও বেশ সাড়া ফেলেছে। এরইমধ্যে বছরের সেরা রোমান্টিক ট্র্যাকের তালিকায় জায়গা করে নিয়েছে 'দিল দিয়া গল্লা'। এছাড়া নাচের আসর মাতাচ্ছে ‘সোহাগ সে সওগাত’।

দর্শক আগেই জেনেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ হতে যাচ্ছে অ্যাকশন-রোমান্সে ভরপুর। ট্রেইলারে অ্যাকশনের বেশ কিছু দৃশ্য ছবিটি দেখতে দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। সালমান-ক্যাটরিনার রোমান্সও ছিল ভরপুর। পাঁচ দেশের ভিন্ন ভিন্ন লোকেশনে শ্যুটিং করা ছবিটির দৃশ্য দর্শকের চোখে আরাম দেবে।  

২০১২ সালের ইরাকের আইএসআইএল দ্বারা ভারতীয় নার্সদের জিম্মি অবস্থার উপর ভিত্তি করে ছবিটি নির্মিত।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।