ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

সালমানের বেস্ট ফ্রেন্ড সুনীল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৯, এপ্রিল ২১, ২০১৮
সালমানের বেস্ট ফ্রেন্ড সুনীল! সালমান খান ও সুনীল গ্রোভার

বিশাল ভরদ্বাজের ‘চুড়িয়া’তে প্রধান নায়ক চরিত্রে অভিনয় করবেন সুনীল গ্রোভার। ছবিতে সানিয়া মালহোত্রা এবং রাধিকা মদনের স্বামীর ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় এই কমেডিয়ানকে। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছিলো ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

এবার শোনা যাচ্ছে, সালমানের খানের পরবর্তী ছবি ‘ভারত’-এ দেখা যাবে সুনীলকে। যেখানে সল্লুর বেস্ট ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করবেন সুনীল।

বিষয়টি নিশ্চিত করে সালমানের এক ঘনিষ্ঠসূত্র জানান, ‘ভারত’-এ সালমানের ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে অভিনয় করবেন সুনীল গ্রোভার। তবে অন্যান্য ছবিগুলোতে কমেডিয়ানদের যেভাবে ব্যবহার করা হয়ে থাকে এই ছবিতে তেমনটি করা হবে না।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ান ছবি ‘ওডে লাভ মাই ফাদার’ ছবির হিন্দি সংস্করণ ‘ভারত’। এটি পরিচালনা করবেন আলি আব্বাস জাফর। এতে সালমানের বিপরীতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ১০ বছর পর একসঙ্গে কাজ করছেন এই জুটি।

লন্ডন, স্পেইন, পোল্যান্ড, পর্তুগাল এবং মাল্টায় হতে ‘ভারত’-এর শ্যুটিং।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।