বিয়ের বিষয়ে কথা বলার জন্য দীপ্তর বাবা শরাফত অনন্যার বাবাকে দেখা করতে ডাকেন। অনন্যার বাবা জাহাঙ্গীর তার ডাকে সাড়া দিয়ে অফিসে যান দেখা করতে।
দীপ্তর বাবার সঙ্গে অনন্যার ফুফুর প্রেমের সম্পর্ক ছিলো, কিন্তু দীপ্তর বাবা তাকে ফেলে যাওয়ার কারণে তিনি আত্মহত্যা করেছিলেন। অনন্যার বাবা দীপ্তর বাবাকে দেখার পর তার সেই পুরনো কথা মনে পড়ে যায়। তিনি অনন্যাকে দীপ্তর সঙ্গে বিয়ে দিতে অস্বীকৃতি জানান।
এরপর কি ঘটবে তা জানা যাবে ‘আয়নাঘর’ নাটকে। মাহবুব করিমের গল্পে নাটকটির নাট্যরূপ করেছেন হাসি ইকবাল। পরিচালনায় ছিলেন ইকবাল ইব্রাহিম পলাশ।
এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, ঊর্মিলা শ্রাবন্তী কর, আব্দুল হান্নান শেলী, শাহেলা আক্তার, লায়ন মো. জসিম উদ্দিন, মো. শাহজাহান প্রমুখ।
নাটকটি আরটিভিতে প্রচারিত হবে ৮ সেপ্টেম্বর রাত ৮টায়।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
জেআইএম/আরআর