ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাবার পথে বুলবুলপুত্র সামির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
বাবার পথে বুলবুলপুত্র সামির আহমেদ ইমতিয়াজ বুলবুল ও সামির ইমতিয়াজ মন

অসংখ্য জনপ্রিয় গানের গীতিকবি ও সুরস্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল। চলতি বছরের ২২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান গুণী এই সংগীত ব্যক্তিত্ব। এবার গান নিয়ে নতুন খবর দিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুলপুত্র সামির ইমতিয়াজ মন।

হ্যাঁ, প্রথমবারের মতো ‘এই কবরের দেশে’ শিরোনামে একটি গানের সুর করেছেন সামির। গাজী তানভীর আহমেদের কথায় গানটির সংগীতায়োজনে রোজেন রহমান।

সামিরের সুরে গানটি কণ্ঠে তুলেছেন ক্লোজআপ তারকা রাজীব। অচিরেই গানটি প্রকাশ পাবে স্টুডিও ভার্সন ভিডিওতে।

গানের দুটি দুটি লাইন হচ্ছে- ‘আমি ভ্রমে লাফাই, করি বড়াই খ্যাতি জায়গা বাড়ি/অহংবোধে বিচ্ছেদ করি আপন রক্ত নাড়ি/কি হবে রে এসব করে, হারজিতের এই মিছে ঘরে/ঠিকানা না তো একটাই তোমার এই কবরের পাশে। ’

গানটি সুর করা প্রসঙ্গে সামির ইমতিয়াজ বুলবুল বলেন, ‘শৈশব থেকেই গানের সঙ্গে থাকার ইচ্ছে পোষণ করি। বাবার সঙ্গে বিভিন্ন সময় ইন্সট্রুমেন্ট নিয়ে কাজ করেছি। গিটার, কি-বোর্ড, ড্রাম, বেজ- এসব যন্ত্রে আমার বেশ দখল আছে। গাইতেও পারি। এখন সবার দোয়া-ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।