ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

তৌসিফের ‘স্বপ্নের নায়িকা’ পায়েল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ৮, ২০২১
তৌসিফের ‘স্বপ্নের নায়িকা’ পায়েল! তৌসিফ ও পায়েল

সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা তৌসিফ মাহবুব। বর্তমানে শুটিং বন্ধ করে বাসাতে চিকিৎসা নিচ্ছেন তিনি।

আক্রান্ত হওয়ার আগে ঈদ উপলক্ষে বেশকিছু নাটকের কাজ সম্পন্ন করেছেন তৌসিফ। এর একটি ‘স্বপ্নের নায়িকা’। নাটকটিতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন পায়েল। রাসেল আজমের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু।

নাটকটির গল্পে দেখা যাবে, ফেরি করে টি-শার্ট বিক্রেতা রাসেল ভালোবাসেন জবাকে। দু’জনের একই বস্তিতে বসবাস। জবার জীবনের একমাত্র স্বপ্ন সিনেমার নায়িকা হওয়া। রাসেলের স্বপ্ন হলো জবার স্বপ্ন পূরণ করা! তবে গল্পের এক পর্যায় রাসেল ও জবাকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে দেখা যায়।  

নাটকটিতে জবা চরিত্রে পায়েল ও রাসেল চরিতে তৌসিফ অভিনয় করেছেন।

এই গল্পটি আসলে বাস্তব ঘটনারই একটা প্রতিচ্ছবি বলে জানান নির্মাতা।  

জানা যায়, স্বপ্নের নায়িকা’সহ এক ডজন বিশেষ নাটক নির্মাণ করেছে সিএমভি। ঈদের সাতদিনের আয়োজনে নাটকগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।