ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

বিনোদন

বাংলা সিরিয়ালে হিন্দি গান, বিক্ষোভের ডাক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
বাংলা সিরিয়ালে হিন্দি গান, বিক্ষোভের ডাক

ভারতীয় বাংলা সিরিয়ালগুলোতে নিয়মিত বাজানো হয় হিন্দি গান। দেরিতে হলেও বিষয়টি নজরে এসেছে অনেকের! 

বাঙালিদের ওপর হিন্দি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার অভিযোগ এনেছে বাংলা পক্ষ।

তাই বাংলা সিরিয়ালে হিন্দি গান বন্ধের দাবিতে শুটিং স্টুডিওতে হাজির হয়ে বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছে তারা।  

রোববার (২১ নভেম্বর) রাজারহাটের ডিআরআর স্টুডিয়োতে গর্গ চট্টোপাধ্যায় নেতৃত্বে চলবে এই বিক্ষোভ প্রদর্শন।

বাংলা পক্ষের উত্তর ২৪ পরগনা জেলার সদস্যরা এই বিক্ষোভ দেখাবে।  

এ প্রসঙ্গে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলার সংস্কৃতিকে নষ্ট করার ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধেই বাংলা পক্ষের এই প্রতিবাদ।  
অভিযোগ করা হচ্ছে, জোর করে বাংলা সিরিয়ালগুলিতে উত্তর ভারতের সংস্কৃতি নিয়ে আসা হচ্ছে। আগে সিরিয়ালগুলিতে বাংলা গান বাজানো হয়তো, এখন ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ চলছে হিন্দি গান! 

এভাবে আর চলতে পারে না বলেও দাবি তাদের। মূলত হিন্দি বলয়ের অনুষ্ঠান, সেই নিয়েই আপত্তি বাংলা পক্ষের।  

বাংলা ভাষায় সিরিয়াল কিংবা অনুষ্ঠানে অন্য ভাষায় প্রয়োগ, হিন্দি ভাষায় গান, উত্তর ভারতীয় সংস্কৃতির অনুকরণ বন্ধের দাবিতে মূলত এই প্রতিবাদ বাংলা পক্ষের।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।