ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভিন্নধর্মী প্রচারণায় টিম ‘মিশন এক্সট্রিম’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
ভিন্নধর্মী প্রচারণায় টিম ‘মিশন এক্সট্রিম’ ভিন্নধর্মী প্রচারণায় টিম ‘মিশন এক্সট্রিম’

ক্রিকেট মাঠে ‘মিশন এক্সট্রিম’ টিমের ভিন্নধর্মী প্রচারণায় মুগ্ধ ছিল সিনেপ্রেমী দর্শকরা। এবার তারা আরেকটি চমকপ্রদ প্রচারণা দেখালো।

 

গত কয়েকদিন ধরে সিনেমাটির টিম গুলশান এলাকায় সরব ছিল। হোলি আর্টিজান বেকারীর নৃশংস হত্যাকাণ্ডের নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানাতে তারা সমবেত হয়েছিল হোলি আর্টিজান বেকারীর সেই স্থানে। এছাড়াও ওই ঘটনায় দুই নিহত পুলিশ কর্মকর্তার স্মরণে গুলশান থানার সামনে নির্মিত স্মৃতিস্তম্ভের সামনেও।  

তারপর তারা ট্রাফিক পুলিশদের ত্যাগের স্বীকৃতি জানিয়ে ‘থ্যাংক্স গিভিং’ করতে চলে যায় গুলশান ২ নম্বর চত্তরের ট্রাফিক পুলিশ বক্সে। সমস্ত ট্রাফিকদের প্রতিনিধি হিসেবে তারা ডিসি -ট্রাফিক গুলশান রবিউল ইসলামের হাতে তুলে দেয় ট্রাফিকের জন্য ‘মিশন এক্সট্রিম’ সিনেমার টিকেট ও কুল গিফট বক্স। একইভাবে গুলশান জোনের ডিসি আসাদুজ্জামান রিপনের হাতে তুলে দেওয়া হয় সিনেমার টিকেট ও কুল গিফট বক্স।

পুরো টিমে পরিচালক-প্রযোজক সানী সানোয়ারের সঙ্গে আরও ছিলেন প্রযোজক রাজনাহার। আরও ছিলেন সিনেমার নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, সুমিত সেনগুপ্ত, সুদীপ বিশ্বাস দীপ, দীপু ইমাম, সৈয়দ নাজমুস সাকিব ও অন্যান্য কলাকুশলীবৃন্দ।

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। একযোগে সিনেমাটি ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে বাংলাদেশের সঙ্গেই মুক্তির বিষয় নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।  

পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।