ফাহাদ ও নোমান নামের দুই বন্ধু বেড়াতে যান কক্সবাজারে। ঠিক একইভাবে বৃষ্টি ও শ্রেয়াও যান সেখানে।
অবশেষে কোনভাবে আরেকটি রুম জোগাড় করে দিয়ে দ্বন্দ্ব মেটায় হোটেল ম্যানেজার। পরে বৃষ্টি যে স্পট ঘুরতে যায় ঘটনা ক্রমে সেখানে দেখা মেলে ফাহাদের। সেখানেও দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। বৃষ্টির ধারনা ফাহাদ তাকে ফলো করছেন এবং ইভটিজিং করবার চেষ্টা করছেন। নোমান অনেক বোঝাবার চেষ্টা করলেও বৃষ্টি মানতে নারাজ! মূলত এভাবে এগিয়ে যায় খণ্ড নাটক ‘নোনাজলের বৃষ্টি’র গল্প।
নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, শবনম ফারিয়া, অর্ণব চৌধুরী, এম এইচ সুমন, নওশীন মেঘলা, সাইফ খান, শাহরীয়া আলভিকা, স্বাধীন চৌধুরী প্রমুখ।
শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টায় আরটিভিতে ‘নোনাজলের বৃষ্টি’ প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
জেআইএম